Biloy Mrong

Biloy Mrong

Sunday, March 25, 2018

Dharmo Sagor, Comilla ধর্মসাগর, কুমিল্লা।


ধর্মসাগর,কুমিল্লা


ধর্মসাগর কুমিল্লা শহরে অবস্থিত একটি বিশাল জলাধার। এটি একটি প্রাচীন দিঘি। এর আয়তন ২৩.১৮ একর। এটি কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। ত্রিপুরার অধিপতি মহারাজা প্রথম ধর্মমাণিক‌্য  ১৪৫৮ সালে ধর্মসাগর (দিঘি) খনন করেন। 
1,500 শ্রমিকের 730 দিনের শ্রমে এটি খনন করান। এই অঞ্চলের মানুষের জলের কষ্ট নিবারণ করাই ছিল রাজার মূল উদ্দেশ্য। মহারাজা সুদীর্ঘ ৩২ বৎসর রাজত্ব করেন (১৪৩১-৬২ খ্রি: রাজমালা গ্রন্থ অনুসারে)। মহারাজা  ধর্মমাণিক‌্যের নামানুসারে এর নাম রাখা হয় ধর্মসাগর। ধর্মসাগরের পূর্বে কুমিল্লা স্টেডিয়াম কুমিল্লা জিলা স্কুলউত্তরাংশে সিটি কর্পোরেশনের উদ্যান জেলা প্রশাসকের কার্যালয় অবস্থিত। ধর্মসাগরের উত্তর কোণে রয়েছে রাণীর কুঠিরপৌরপার্ক। ১৯৬৪সালে দীঘিটির পশ্চিম উত্তর পাড়টি তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ হাসান আহমেদ এর উদ্যোগে পাঁকা করা হয়। দীঘিটি বর্তমানে মৎস বিভাগের অধীনে।তবে দীঘির পশ্চিম উত্তর পাড় সংলগ্ন ৫একরের উদ্যানটি কুমিল্লা সিটি কর্পোরেশনের।

0 Post a Comment: