Biloy Mrong

Biloy Mrong

Wednesday, March 28, 2018

BARD- বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) কোটবাড়ী, কুমিল্লা, বাংলাদেশ

কোটবাড়ী, কুমিল্লা, বাংলাদেশ

 Bangladesh Academy For Rural Development (BARD)


BARD- বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) কোটবাড়ী, কুমিল্লা, বাংলাদেশ

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড)। 1959 সালে কুমিল্লায় ডক্টর আখতার হামিদ খানের উদ্যোগে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়, তিনি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা-পরিচালক হয়েছেন। কুমিল্লা শহর থেকে 10 কিলোমিটার দূরে কোটবাড়িতে একাডেমী অবস্থিত। 




প্রতিষ্ঠানটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন সমবায় বিভাগের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ২১ সদস্য বিশিষ্ট একটি পরিচালনা পর্ষদের মাধ্যমে বার্ড পরিচালিত হয় যার সভাপতি হলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী। মহাপরিচালক একাডেমীর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন যাকে একজন অতিরিক্ত মহাপরিচালক নয় জন পরিচালক সহায়তা প্রদান করে থাকে। 
একাডেমীর সমস্ত কর্মকাণ্ড নয়টি বিভাগের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে যার প্রধান হিসেবে একজন করে পরিচালক দায়িত্ব পালন করেন। একাডেমী কর্তৃক উদ্ভাবিত পল্লী উন্নয়নের 'কুমিল্লা মডেল' এর জন্য বার্ড দেশে-বিদেশে সুখ্যাতি অর্জন করে। 
 প্রতিষ্ঠানটি একটি সুবিশাল এলাকা জুড়ে বিস্তৃত। এখানে রয়েছে বাসস্থানকনফারেন্স রুমমসজিদলাইব্রেরিএকটি স্বাস্থ্য ক্লিনিক, প্রাথমিক বিদ‌্যালয়, ক্রীড়া কমপ্লেক্সএবং অন্যান্য সুযোগ সুবিধা । বার্ডের প্রধান কর্মসূচির মধ্যে একটি হল গ্রামীণ উন্নয়ন কর্মকাণ্ডে কর্মরত সরকারি  বেসরকারি সংস্থার কর্মকর্তা  সদস্যদের প্রশিক্ষণ প্রদান।



BARD- বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) কোটবাড়ী, কুমিল্লা, বাংলাদেশ













BARD- বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) কোটবাড়ী, কুমিল্লা, বাংলাদেশ , Location



0 Post a Comment: