চিঠি (হৃদয়ের অব্যক্ত কথা)
প্রিয়,
কি নামে তোমাকে সম্বোধন করবো বা ডাকবো
বুঝতে পারছিনা। এই ডিজিটাল যুগে ডিজিটাল স্টাইলের তোমাকে কাগজে কলম রেখে কিছু লিখবো
তাতেও আমার বুকটা কেঁপে উঠছে। তবুও কলম হাতে নিয়ে কিছু লিখতে বসে গেলাম। কারণ না বলা
কথা গুলো হৃদয়ে সঞ্চিত করে রাখলে কষ্টটা আরো বাড়ে। অনেক দিন থেকেই আমি তোমাকে ম্যাসেঞ্জার,
ভাইবার, ওয়াটসএ্যাপ, ইমোতে অনেকবার আমার হৃদয়ের কথা বলতে চেষ্ট করেছি। মুখেও বলতে চেয়েছি
কিন্তু বলতে পারিনি। পেট থেকে কথা আসলেও গলা পর্যন্ত আসার পর যেন শব্দ গুলো আটকে যেতো।
সব থেকে যে ভয়টি ছিলো যদি তুমি আমাকে প্রত্যাখান করো। ভালোবাসা চাওয়ার অধিকার সব মানুষের
আছে কিন্তু ভালোবাসা ছিনিয়ে নেওয়ার অধিকার কোন মানুষের নেই। তাই আজ মনে সাহস নিয়ে হৃদয়ে
চেপে রাখা “তোমাকে ভালো লাগার” কথাটি আজ বলে দিলাম। তোমার হৃদয় আমার ভালোবাসাকে গ্রহণ
করবে কিনা জানিনা। গ্রহণ করা আর না করাটা এখন তোমার ইচ্ছার উপর ছেড়ে দিলাম। হৃদয় গহীনে
গ্রহনীয় না হলেও আমার ছিন্ন ভালোবাসাকে তুচ্ছ করোনা । লেখাটি পেয়ে তুমি হয়তো অনেক কিছুই
ভাবছো। যা কিছুই ভাবো সিদ্ধান্তটা তাড়াতাড়ি জানিয়ে দিও। কারণ অপেক্ষা যে কত কষ্টের
একমাত্র সেই জানে যে অপেক্ষা করে। তোমার উত্তরের অপেক্ষায় রইলাম।
ইতি…………………
অপেক্ষমান ভালোবাসা
1 Post a Comment:
খুব ভালো লাগলো চিঠিটা পড়ে।
Post a Comment