Biloy Mrong

Biloy Mrong

Thursday, March 29, 2018

Wedding Photography, ওয়েডিং ফটোগ্রাফি,

Wedding Photography 

#বিয়ে_মানেই_দুটি_জীবনকে_এক_সাথে_বেধে   
#দেওয়া_আর_বিয়েকে_স্মরণীয়_করে_রাখার_জন্য
#চাই_সুন্দর_কিছু_ছবি_যে_ছবি_গুলো_ফ্রেমে_বাধিয়ে
#রাখার_মতো_হবে
#যাকে_আমরা_বলে_Wedding_Photography

বিয়ের অনুষ্ঠান পালনের রীতি বহুকাল আগে থেকেই । বিয়েতে আনন্দ উল্লাস করা তখন থেকেই চলে আসছে। কিন্তু বর্তমান সময়ে বিয়ে মানেই অন্য রকম একটি আয়োজন থাকে। বিয়ে অনুষ্ঠানের অন্যতম মূল আকর্য়ণ বা অবিচ্ছেদ্য অং শ বলা যায় ওয়েডিং ফটোগ্রাফিকে।

আমাদের জীবনটা অনেক সুন্দর । এই সুন্দর জীবনকে আরো সুন্দর ও উপভোগ্য করে তোলতে পারি নিজেদের বুদ্ধি ও বিবেককে কাজে লাগিয়ে। জীবনে টিকে থাকার জন্য আমাদের অনেক সংগ্রাম করতে হয়। আর এই সংগ্রামে আমরা তখনই জয়লাভ করতে পারি যখন আমাদের সুন্দর একটি পরিকল্পনা থাকে। বিশেষ করে যারা নতুন জীবন সংগ্রামে জন্য নিজেদের প্রস্তুত করছে আমার লেখাটা তাদের উদ্দেশ্য করে। অর্থাৎ যারা বিয়ের জন্য চিন্তা ভাবনা করছে। বিয়ে হলো একটি জীবনকে অন্য একটি জীবনের সাথে বেধে ফেলা। নিজেকে বেধে ফেলার জন্য আমরা অনেক প্রস্তুতি নিয়ে থাকি। এর মধে ওয়েডিং ফটোগ্রাফি অন্যতম।

জীবনে বিয়ে তো একবারই তাই বিয়ের ছবি গুলো হওয়া চাই অনেক সুন্দর যা বাধিয়ে রাখার মতো হবে। ছবি গুলো অনেক সুন্দর ভাবে পেতে চাইলে দরকার ভালো ফটোগ্রাফার। আপনি অনেক প্রস্তুতি নিয়ে ছবি তোললেন টাকাও অনেক খরচ করেছেন কিন্তু ছবি গুলো ভালো হলো না তখন আপনার মন অনেক খারাপ হয়ে যাবে। তাই ভালো ছবি পেতে  চাইলে আপনি নিজেই ভালো ফটোগ্রাফার এর খোঁজ করতে থাকুন। তাকে পেয়ে গেলে তার সাথে কথা বলুন ভাব জমান যেন ছবি গুলো ভালো আসে। আলোচনা করুন কোথায় কিভাবে কোন স্টাইলে ছবি নিলে ভালো দেখাবে। গদবাধা ছবি না তোলে সবার থেকে আলাদা যেন হয় সেদিকে খেয়াল রাখুন।
স্টাইল এবং ভাব সম্পূর্ন আপনার উপর নির্ভর করবে। তাই স্টাইল গুলো কেমন হবে তা নিজেই  তৈরী করে রাখুন। মেয়েরা পোশাকের সাথে মানাবে সেরকম ভাবে পার্লারে গিয়ে সাজতে পারেন। অতিরিক্ত কোন কিছু পড়বেন না। গাউন হলে অতিরিক্ত জুয়েলারি যেমন- হাতে চুড়ি, হাতে মেহেদী ও কপালে টিপ না থাকায় ভালো। আর ছেলেদের তেমন সাজগোজের প্রয়োজন নেই। পোশাক পরিপাটি হলেই হবে। মেক আপটা ছেলেরা এড়িয়ে যাবেন।


আমার শেষ কথা হলো – পরিকল্পনা ও প্রস্তুতি ভালো হলে অল্প খরচেও অনেক সুন্দর ফটোগ্রাফি করা যায়ে। জোর করে নয় স্বাভাবিক ভাবে দুজনের বোঝাপড়া নিয়ে যখন ছবি তোলা হবে তখনই ছবি অনেক সুন্দর আসবে। 



পরিকল্পনা ও প্রস্তুতি ভালো হলে অল্প খরচেও অনেক সুন্দর ফটোগ্রাফি করা যায়।

আমাদের ওয়েডিং ফটোগ্রাফি যার মাধ্যমে হয়েছে তার নাম হলো -খোকন সিনহা
যে কোন ধরণের ছবি তোলতে তার সাথে যোগাযোগ করতে পারেন-01711300070


1 Post a Comment:

Lipa said...

Nice. Very nice your writing...