MAYNAMATI WAR CEMETERY, COMILLA BANGLADESH
ময়নামতি ওয়ার সিমেট্রি, কুমিল্লা, বাংলাদেশ
ময়নামতি ওয়ার সিমেট্রি বাংলাদেশের কুমিল্লাতে অবস্থিত। ময়নামতি রণ সমাধিক্ষেত্র মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে (১৯৩৯-১৯৪৫) নিহত ভারতীয় (তৎকালীন) ও বৃটিশ সৈন্যদের কবরস্থান।
অবস্থান:
কুমিল্লা শহর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে কুমিল্লা ক্যান্টনমেন্টের খুব কাছেই এই রণ সমাধিক্ষেত্রটি অবস্থিত। ঢাকা→চট্টগ্রাম মহাশড়কের কাছেই।
ময়নামতি ওয়ার সিমেট্রির গুরুত্বপূর্ণ কিছু
তথ্য: ১৯৩৯
সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত
দ্বিতীয়
বিশ্বযুদ্ধের
সময় নিহত সৈনিক ও সেনা কর্মকর্তাদের
সমাধিস্থলএটি।
তথ্যমতে “ওই যুদ্ধে ৪৫ হাজার কমনওয়েলথ
সেনা মারা যায়। এই সমাধিক্ষেত্রটি
১৯৪৩-১৯৪৪ সালে তৈরি হয়েছে। সমাধিক্ষেত্রটি
Commonwealth War Graves Commission (CWGC) কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল,
প্রতিষ্ঠাকাল থেকে বর্তমান সময় পর্যন্ত তারাই এই সমাধিক্ষেত্র পরিচালনা করে
আসছে।
প্রত্যেক বছর নভেম্বর মাসে এখানে একটি বার্ষিক প্রার্থণাসভা অনুষ্ঠিত হয়।
এই সমাধিক্ষেত্রে ৭৩৬টি কবর আছে। এর মধ্যে অধিকাংশ হলেন সেসময়কার হাসপাতালের মৃত সৈনিকরা। তাছাড়াও যুদ্ধের পর বিভিন্ন স্থান থেকে কিছু লাশ স্থানান্তর করেও এখানে সমাহিত করা হয়। এখানে রয়েছেন ৩জন নাবিক, ৫৬৭জন সৈনিক এবং ১৬৬জন বৈমানিক। সর্বমোট ৭২৩ জন নিহতের পরিচয় জানা সম্ভব হয়েছিল।
এই সমাধিক্ষেত্রে লিখিত
সৈনিক ও
সেনা কর্মকর্তারা
সংখ্যা
ব্রিটেনের ৩৫৭জন,
ভারতীয়উপমহাদেশের ১৭৮জন,
পশ্চিমআফিক্রার ৮৬জন, পূর্ব আফিক্রার ৫৬ জন, জাপানের ২৪ জন, কানাডার ১২ জন, অস্ট্রেলিয়ার ১২ জন,
নিউজিল্যান্ডের 4 জন, রোডেশিয়ার 3
জন,
দক্ষিণ আফ্রিকার 1
জন,
মিয়ানমারের 1 জন,
বেলজিয়ামের 1 জন,
পোল্যান্ডের 1
জন, মোট ৭৩6 জন সমাহিত
আছেন।
এর
মধ্যে ভারতীয় উপমহাদেশের ২৭ হাজার নিহত
সেনাদের স্মৃতি
সংরক্ষণে ভারতে
১০টি, মিয়ানমারের
3 টি, পাকিস্তানে 2 টি,
সিঙ্গাপুরে 1 টি,
মালয়েশিয়ায় 1 টি,
জাপানে 1 টি,
থাইল্যান্ডে 2 টি,
বাংলাদেশে 2টি ( চট্টগ্রামে একটি, কুমিল্লা ময়নামতিতে একটি) । আটটি দেশে২২টি সমাধিক্ষেত্র তৈরি
করা হয়।
কমনওয়েলথভুক্ত দেশগুলোর সংগঠন কমনওয়েলথ গ্রেইভস কমিশনের তত্ত্বাবধানে এ সমাধিক্ষেত্র পরিচালিত হয়।
1
|
যুক্তরাজ্য
|
357
|
2
|
ভারতীয়
উপমহাদেশ
|
178
|
3
|
পশ্চিম
আফ্রিকা
|
86
|
4
|
পূর্ব
আফ্রিকা
|
56
|
5
|
জাপান
|
24
|
6
|
কানাডা
|
12
|
7
|
অস্ট্রেলিয়া
|
12
|
8
|
নিউজিল্যান্ড
|
4
|
9
|
রোডেশিয়া
|
3
|
10
|
দক্ষিণ
আফ্রিকা
|
1
|
11
|
পোল্যান্ড
|
1
|
12
|
বেলজিয়াম
|
1
|
13
|
র্বামা
(মিয়ানমার)
|
1
|
খোলার সময়:
👉সকাল 7টা থেকে 11:45 মি.
👉দুপুর 2টা থেকে 4:45 মি.
👉রমজান মাসে সকাল 7 থেকে দুপুর
তথ্যসূত্র: উইকিপিডিয়া
1 Post a Comment:
আপনার লেখা পড়ে ওয়ার সিমেট্রির অনেক তথ্য জানতে পারলাম। ধন্যবাদ সুন্দর লেখাটির জন্য।
Post a Comment