Biloy Mrong

Biloy Mrong

Saturday, June 23, 2018

জার্মানি এবং সুইডেন এর আগুনঝড়া ম্যাচ


বিশ্বকাপ রাশিয়ার ২০১৮ এর আজকে জার্মানি এবং সুইডেনের ম্যাচটি জার্মানির জন্য বাঁচা মরার ম্যাচ। সর্বশেষ দুই দলের খেলায় ১৬টি গোল হয়েছে। এখন দেখার বিষয় কে জিতবে আজকের খেলায়। প্রথম ম্যাচ হারার পর জার্মানির অধিনায়ক নয়্যারই বলছিলেন, “এখন থেকে শুরু করে সব ম্যাচই আমাদের ফাইনাল।” এই বিশ্বকাপে অনেক দলই ফেবারিট হয়ে আসলেও সেরকম ভাবে আলো ছড়াতে পারেনি। একমাত্র ফ্রান্স তাদের ধারিবাহিকতা বজায় রাখতে পেরেছে। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে নিজেদের শক্তিমত্তাকে বিশ্বমানুষের কাছে জানান দিয়েছে আমরাও বিশ্বকাপের  দাবিদার। ইতোমধ্যে পরের ম্যাচে পেরুকে ১-০ গোলে হারিয়ে দিয়ে দিতীয় রাউন্ডে পা রেখেছে তারা। 

Photo Credit Google


অন্যদিকে টপ ফেবারিট ব্রাজিল, আর্জেন্টিনা তেমন ভালো ফল করতে না পারায় সর্মথকরা হতাশ হয়েছে। সব থেকে বেশি হতাশ করেছে আর্জেন্টিনা দল। মেসির পায়ের ম্যাজিক দেখবে বলে সারা বিশ্বের কোটি কোটি ভক্ত অপেক্ষায় ছিলো কিন্তু মেসি সবাইকে হতাশ করলো। অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনাল্ডো প্রথম ম্যাচেই শক্তিশালি স্পেনের সাথে হ্যাট্রিক করে দলকে জিতাতে না পারলেও ড্র করে মাঠ ছেড়েছে। পরের ম্যাচেও মরক্বোর সাথে দূর্দান্ত একটা গোল করে দলকে জিতিয়ে ২০১৮ সালের বিশ্বকাপে ৪টি গোল করে সবার থেকে এগিয়ে আছে।

রাশিয়া আয়োজক হিসেবে নিজেদের মাঠ ও নিজেদের কন্ডিশনে খেলে সৌদি আরব এবং মিশরকে হারিয়ে সবার আগে ২য় রাউন্ডের টিকিট পেয়ে গেছে।

আজ জার্মানি এবং সুইডেন এর আগুনঝড়া ম্যাচ। ম্যাচটি দেখার জন্য বিশ্ববাসী অপেক্ষার প্রহর গুনছে। জামানির জন্য আজকের ম্যাচটি যেন ফাইনাল ম্যাচ। কারণ আজকে হারলেই তাদের বিদায় ঘন্টা বেজে যাবে তাদের। কিন্তু ফুটবল ইতিহাসে ১৯৩৮ সালের পর আর কোন বিশ্বকাপে তারা প্রথম রাউন্ডে বাদ পড়েনি। জার্মান সমর্থকেরাও তা কখনো আশা করবে না। কিন্তু হেরে গেলে ইতিহাস পড়ে কিছু হবে না। যারা ভালো খেলবে তারাই জিতবে এটাই নিয়ম।

Photo Credit Google


সইডেন প্রথম ম্যাচেই এশিয়ার শক্ত প্রতিপক্ষ দক্ষিন কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে ৩ পয়েন্ট পেয়ে আছে। কিন্তু বিশ্বকাপের ইতিহাসে ১৯৫৮ সালের পর কখনোই টানা দুই ম্যাচ জেতা হয়নি সুইডেনের। অন্যদিকে এই ১৯৫৮ সালের বিশ্বকাপেই জার্মানি সেমিফাইনাল এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ সহ টানা দুটো ম্যাচ হেরেছিলো। এখন দেখার বিষয় ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ জার্মানি এবং সুইডেনের জন্য কি লিখে রেখেছে।

Photo Credit Google


জামানি এবং সুইডেনের পরিসংখ্যান অনুযায়ী জার্মানি অনেক এগিয়ে থাকবে। কারণ ১৯৭৮ সালের পর ১১ বার মুখোমুখিতে সুইডেন একবারও জার্মানিকে হারাতে পারেনি। এই দুই দলের খেলায় ৬টিতে জিতেছে জার্মানি । তবে ১৯৫৮ সালের বিশ্বকাপ মঞ্চে স্বাগতিক সুইডিশরা সেমিফাইনালে জার্মানিকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিলো। কিন্তু ফাইনালে ব্রাজিলের কাছে হেরে রানার্স আপ হয়েছিলো সুইডিশরা। 

আলোচনা সমালোচনা যাই হোক খেলা হবে মাঠে আমাদের চোখ থাকবে টিভির পর্দায়। ইতিহাস কি বলে সেটা বড় কথা নয় যারা ভালো খেলবে মাঠ কাঁপবে তাদের হয়ে। দুই দলের জন্যই শুভ কামনা থাকলো। 

0 Post a Comment: