Biloy Mrong

Biloy Mrong

Sunday, June 24, 2018

গোলাপ (বিভিন্ন রঙের গোলাপ এবং এর অর্থ)

বিভিন্ন রঙের গোলাপ এবং এর অর্থ


ফুল মানেই সৌন্দর্য, ফুলমানেই শুভ কামনা। ফুল মানেই কোন ‌উৎসব। প্রাচীন কাল থেকেই ভালোবাসার প্রতীক, রূপচর্চার বিশেষ উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে ফুল। আর ফুলের রানী বলা হয় গোলাপকে। বর্তমানে নানা রঙের গোলাপ পাওয়া যায়। সাদা, লাল, গোলাপি, হলুদ, ঘাঢ় লাল, নীল, কমলা ইদ্যাদি। এই বিভিন্ন রঙের গোলাপ ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে।

লাল গোলাপ
লাল গোলাপ


লাল গোলাপ: লাল গোলাপ সবার পছন্দের। এই লাল গোলাপকে বলা হয় সৌন্দর্যের প্রতীক। লাল গোলাপকে শুধু সৌন্দর্যের প্রতীক বললে ভুল হবে। লাল গোলাপের মাধ্যমে প্রকাশ পায় প্রেম, সৌন্দর্য, সাহস এবং সম্মান। রোমান্টিক ভালবাসা, অভিনন্দন, "ভাল কাজের সাফল্য", আন্তরিক ভালবাসা, প্রকাশ করে এই লাল গোলাপ। আর লাল গোলাপ প্রিয়জনকে জানান দেয়  "আমি তোমাকে ভালোবাসি"।

সাদা গোলাপ
সাদা গোলাপ

সাদা গোলাপ: সাদা গোলাপ বিশুদ্ধতার প্রতীক। সাধারণত কোন শুভ কাজ শুরু করার জন্য সাদা গোলাপ ব্যবহার করা হয়। সাদা গোলাপ প্রকাশ করে পবিত্রতা, নীরবতা, বিনয়, শ্রদ্ধা, নম্রতা, তারুণ্য, স্বর্গীয়। সাদা গোলাপ কাউকে দেওয়া মানে প্রকাশ করা "আমি তোমার যোগ্য"।
গোলাপি গোলাপ
গোলাপি গোলাপ

গোলাপি গোলাপ: প্রশংসার প্রতীক, সাধারণত হালকা গোলাপ কাউকে ধন্যবাদ জানানোর জন্য ব্যবহার করা হয়। এই গোলাপে প্রকৃত সুখ, শ্রদ্ধা, সৌজন্যতা প্রকাশ পায়।
হলুদ গোলাপ
হলুদ গোলাপ

হলুদ গোলাপ: বন্ধুত্ব প্রকাশের জন্য হলুদ গোলাপ। এই গোলাপের মধ্য দিয়ে জানানো হয়, যত্নশীলতা, আনন্দ, নতুন প্রতিশ্রুতি, স্বাগতম।
পিচরঙা গোলাপ
পিচরঙা গোলাপ

পিচরঙা গোলাপ: এই গোলাপ প্রকাশ করে মূল্যবানতা, চুক্তির সমাপ্তি, নতুন কিছু শুরু করা, আন্তরিকতা ও কৃতজ্ঞতা।

নীল গোলাপ
নীল গোলাপ

নীল গোলাপ: নীল রঙের গোলাপ এর ব্যবহার খুব কম দেখা যায়। এই নীল রঙের গোলাপ প্রকাশ করে আশ্চর্য/অসম্ভব কোন বিষয়। তাই বিশেষ কোন সাফল্যে বন্ধু/পরিবারকে উপহার হিসেবে ব্যবহার করা যায়।
কমলা গোলাপ
কমলা গোলাপ

কমলা গোলাপ: কমলা গোলাপ এর সৌন্দর্য এবং বহিঃপ্রকাশ একটু আলাদা। আর এই কমলা গোলাপ এর মাধ্যমে প্রকাশ করা হয় ধৈর্য, আকাঙ্ক্ষা, পরিশ্রমকে।

তথ্যসূত্র:সংগৃহীত

0 Post a Comment: