Biloy Mrong

Biloy Mrong

Monday, June 25, 2018

বিল গেটস, পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি / Bill Gates



বিল গেটস
বিল গেটস



জন্ম ও পরিবার: 
এক নামে যার পরিচয় বিল গেইট। বিল গেটস ওয়াসিংটনে ২৮ অক্টোবর ১৯৫৫ খ্রিস্টাব্দে একটি উচ্চবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। । তার পুরো নাম উইলিয়াম হেনরী গেটস। তার পিতার নাম উইলিয়াম হেনরী গেটস সিনিয়র। পেশায় ছিলেন একজন প্রসিদ্ধ আইনজীবি (অবসরপ্রাপ্ত)। মাতার নাম মেরী ম্যাক্সয়েল গেটস। গেটসের এক বড় বোন ক্রিস্টিয়েন এবং ছোট বোন লিব্বি।

শৈশব ও পড়াশুনা: 
বাবা-মার স্বপ্ন ছিল গেটস  বাবার মত আইনজীবি হবেন। ১৩ বছর বয়সে তিনি লেকসাইড স্কুলে ভর্তি হন। এখান থেকে পাশ করেন ১৯৭৩ সালে।  তিনি স্যাট পরীক্ষায় ১৬০০ এর মধ্যে ১৫৯০ পান এবং ১৯৭৩ সালে পাশ করে হার্ভার্ড কলেজে ভর্তি হন।

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা: 
১৯৭৫ সালে বিল গেটস এবং পল এলেন একসাথে ‘‘মাইক্রোসফট’’ কোম্পানি প্রতিষ্ঠা করেন। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, চেয়্যারম্যান, সাবেক সফটওয়্যার নির্মাতা ও সিও। আর এই প্রতিষ্ঠানই পরবর্তীতে সবচেয়ে বড় পিসি কোম্পানির মর্যাদা পায়।

বিল এবং মেলিন্ডা গেটস ফেউন্ডেশন: 
নিজের নাম বিল এবং স্ত্রীর নাম মেলিন্ডা, মিলিয়ে তিনি ‘‘বিল এবং মেলিন্ডা গেটস ফেউন্ডেশন” ২০০০ সালে প্রতিষ্ঠা করেন। ১৯৮৫ সালের নভেম্বরে মাইক্রোসফট উইন্ডোজ ১.০ সংস্করণ প্রকাশ করেন। বর্তমানে এই উইন্ডোজ পৃথিবীর বিখ্যাত কম্পিউটার অপারেটিং সিস্টেম।

পৃথিবীর সবচেয়ে ধনী ব্যাক্তি: 
১৯৯৫ থেকে ২০০৭ এবং ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন। ২০০৯ থেকে ২০১৪ তার মোট সম্পত্তি ৪০ বিলিয়ন ডলার থেকে ৮২ বিলিয়ন এ পৌছায়। ২০১৩ থেকে ২০১৪ এর মধ্যে তার মোট সম্পত্তিতে ১৫ বিলিয়ন যোগ হয়। ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসের হিসেব অনুযায়ী তার মোট সম্পত্তির পরিমান ৮৫.৬ বিলিয়ন। একাধারে ১৩ বছর যাবৎ তিনি পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যাক্তি ছিলেন।

বিল গেটস এর বাংলাদেশ সফর:
 ২০০৫ সালে ৫ ডিসেম্বর সোমবার বিল গেটস বাংলাদেশ সফর করেন। তৎকালীন সরকারের প্রেধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাত করে ১২ ঘন্টা সফর শেষে ভারতে রওনা করেন।

পরিবার

বিয়ে ও পরিবার:
বিল গেটস বিয়ে করেন ১৯৯৪ সালের ১লা জানুয়ারী। স্ত্রীর নাম মেলিন্ডা ফেঞ্চ। বিল গেটস এর তিন ছেলে মেয়ে। দুই মেয়ে জেনিফার ক্যাথরিন ও ফোয়েবি এড্যালে আর একমাত্র ছেলে রোরি জন।



তথ্যসূত্র: উইকিপিডিয়া

0 Post a Comment: