Biloy Mrong

Biloy Mrong

Saturday, August 4, 2018

পাহাড়, ঝর্ণা দেখতে সীতাকুন্ড ভ্রমণ/ Sitakunda

পাহাড়, ঝর্ণা দেখতে সীতাকুন্ড ভ্রমণ

Sitakunda, Chittagong

যারা প্রকৃতি ঘেরা পাহাড়, নদী, বন, ঝর্ণা, সমুদ্র একই জায়গায় দেখতে চান তারা চট্টগ্রাম জেলার সীতাকুন্ড ঘুরে আসতে পারেন। এক সাথে প্রকৃতির এমন সৌন্দর্য দেখার সুযোগ খুব কম জায়গায় পাওয়া যাবে। যেখানে আকাশ, পাহাড় ও ঝর্ণা মিলে মিশে এক সেতু বন্ধনে আবদ্ধ অন্যদিকে সমুদ্রের গর্জন আপনাকে হাতছানি দিয়ে ডাকবে কাছে যাওয়ার। উপরে পাহাড়ের উদারতা আর নিচে পাহাড়ের পাদদেশের ঝর্ণা, বন ও বনানীর মুগ্ধতায় পরিপূর্ণ করবে আপনার দেখার অনুভূতি গুলোকে। অর্থাৎ বলা যায় ভ্রমণের আনন্দকে পরিপূর্নতায় নিয়ে আসবে সীতাকুন্ড ভ্রমণ।

Sitakunda, Chittagong


সীতাকুন্ড ভ্রমণে যে কয়েকটি দর্শনীয় স্থান আপনাকে মুগ্ধ করবে সেগুলো হলো-
খৈয়াছড়া ঝর্ণা, চন্দ্রনাথ পাহাড় ও মন্দির, সীতাকুন্ড ইকো পার্ক, কমলদহ ঝর্ণা, ঝরঝরি ঝর্ণা, গুলিয়াখালী সমুদ্র সৈকত, বাশবাড়িয়া সমুদ্র সৈকত, কুমিরা ঘাট অন্যতম। 
এছাড়া জাহার ভাঙ্গার কারখানা ঘুরে দেখে যেতে পারেন। তবে এতো গুলি দর্শনীয় স্থান একদিনে দেখে শেষ করা যাবেনা। তাই সীতাকুন্ডের সব গুলো জায়গা ঘরে দেখতে চাইলে তিন দিন হাতে নিয়ে আসলে ভালো হয়।

Sitakunda


যেভাবে আসবেনঃ

ঢাকার সায়দাবাদ থেকে সীতাকুন্ডে আসে এমন অনেক বাস পাবেন। অর্থাৎ চট্টগ্রামগামী যে সকল বাস আসে সে বাসে করেই আপনাকে সীতাকুন্ডে আসতে হবে। যেখান থেকেই আসুন আপনাকে সীতাকুন্ড উপজেলার বড় দারোগারহাট বাজারে নামতে হবে। ঢাকা থেকে বাস এর মানভেদে ভাড়া ৩০০-১০০০ টাকা। সীতাকুন্ডে আসা যায়। আর যার চট্টগ্রাম থেকে আসবেন অলংকার মোড় থেকে বাস, ম্যাক্সি বা সিএনজি আসতে পারবেন। বাস ভাড়া ৭০-৮০ টাকা নিবে। স্টেশনে নেমে সিএনজি বা মাইক্রোবাস ভাড়া করতে পারেন। একেক জায়গার জন্য একেক রকম ভাড়া নিবে। তাই তাদের সাথে ভালো ভাবে দরদাম করে নিয়ে যাওয়াই ভালো। চন্দ্রনাথ পাহাড়ে পায়ে হেটে যাওয়ার মজাই আলাদা।

Sitakunda


থাকা খাওয়াঃ

সীতাকুন্ডে থাকার জন্য বেশ কয়েকটি হোটেল রয়েছে। যোগাযোগ করে বুকিং করতে পারেন। ফোন-০১৮২৭৩৩৪০৮২; ০১৮২৫১২৮৭৬৭। ভাড়া পড়বে ৩০০-৬০০ টাকা। এছাড়া সেখানে বেশ কয়েকটি রেস্ট হাউস আছে আপনারা সেখানেও যোগাযোগ করে থাকতে পারবেন। এখানে বেশ কয়েকটি মোটামুটি ভালো মানের রেস্তোরা আছে সেখানে আপনি খাবার খেতে পারবেন। সীতাকুুন্ডে আল আমিন (ফোন: 01711270293/01818698200) রেস্তোরায় দুপুরের খাবার খেয়ে নিতে পারবেন। খাবার ১৫০-২০০ টাকার মধ্যে মোটামুটি ভালো মানের খাবার পাবেন। 
                                                        আল আমিন রেস্তোরা

Sitakunda


ভ্রমণের আগে যা করণীয়ঃ

ভ্রমণ মানেই আনন্দ এটা আমরা সবাই জানি। ভ্রমণের আনন্দ তখনই পরিপূর্ণ  আনন্দের হয় যখন ভ্রমণ থেকে সুস্থভাবে ফিরে আসতে পারি। তাই ভ্রমণের আগেই খেয়াল রাখতে হবে আপনি সুস্থ আছেন কিনা। কারণ সীতাকুন্ডের পাহাড়, ঝর্ণা, বন দেখতে অনেকটা পথ আপনাকে পায়ে হেটেও যেটে হবে। তাই দেহে শক্তি সঞ্চয়ের জন্য সাথে শুকনো খাবার ও প্রচুর পরিমানে পানি নিবেন।

বাঁশবাড়িয়া ও গুলিয়াখালী সমুদ্রসৈকতঃ
সীতাকুন্ডের পাহাড় ঝর্ণা ঘুরাঘুরি শেষ করে খুব সহজেই আপনি বাঁশবাড়িয়া সমুদ্রসৈকত ও গুলিয়াখালী সমুদ্র সৈকত ঘুরে আসতে পারেনসিএনজি চালিত অটোরিক্সা করে আপনি সেখানে যেতে পারবেন। আর যদি নিজে গাড়ি নিয়ে যান তাহলে তো খুব সহজেই দুটি সমুদ্রসৈকত ঘুরে আসতে পারবেন। 
আপনার ভ্রমণ আনন্দের হোক।  
গুলিয়াখালী সমুদ্রসৈকত

1 Post a Comment:

Lipa said...

Beautiful Bangladesh