Biloy Mrong

Biloy Mrong

ভাসমান পেয়ারা বাজার, ঝালকাঠি, বরিশাল

বছরের জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বাংলাদেশে বিভিন্ন এলাকায় বসে বিভিন্ন রকমের ফলের বাজার। মধুপুর বিখ্যাত আনারস এর জন্য, রাজশাহী আমের জন্য, তেমনি বরিশাল বিখ্যাত পেয়ারা বাজার এর জন্য। ধারণা করা হয় বরিশাল, পিরোজপুর ও ঝালকাঠি এই তিন জেলায় এশিয়ার ‍বৃহত্তম পেয়ারার চাষ হয়। মনোমুগ্ধকর বিস্তীর্ন এই পেয়ারার বাগান দেখতে যে কেউ আসতে পারেন বরিশালে।

হাম হাম জলপ্রপাত

হাম হাম জলপ্রপাত’’ ‘‘হামহাম জলপ্রপাত’’ বাংলাদেশের, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার, জারকান্দির সংরক্ষিত বনাঞ্চলের গভীরে কুরমা বন বিট এলাকায় অবস্থিত

ছুটি মানেই আনন্দ ছুটি মানেই খুশির জোয়ার

ছুটি মানেই আনন্দ ছুটি মানেই খুশির জোয়ার। আর এই আনন্দ এবং খুশির মাতোয়ারা তখনই পরিপূর্ণটা লাভ করবে যখন পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে দূরে কোথাও গিয়ে ঘুরে আসতে পারবেন।

রাশিয়ার দর্শণীয় স্থান সমূহ

প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, জ্ঞান-বিজ্ঞান, ব্যবসা বানিজ্য সব কিছুর জন্যই সমৃদ্ধ বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়ায়। ‍দিগন্তের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়ালেও দেখে শেষ করা যাবেনা রূপের আধার রাশিয়ার লীলাভূমি

প্রকৃতির কন্যা জাফলং

রূপকথার গল্পের কোন এক রাজকুমারী বিচরণ করছে, এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে, তার সৌন্দর্য দিয়ে আগত সকলকে মোহবিষ্ট করছে। সেই রাজকুমারীর হলো নাম জাফলং। তার মোহে আবিষ্ট হয়ে প্রতিদিন দেশ বিদেশ থেকে শত শত পর্যটক উপস্থিত হচ্ছে জৈন্তা পাহাড়েরর পাদদেশে অবস্থিত জাফলং এ

Saturday, April 25, 2020

মেঘলা (ছোট গল্প)

মেঘলা


ভার্সিটি  জীবনের প্রথম দিনের ক্লাশ শেষ করে বাসার দিকে রওনা দিবো তখন মনে হলো একবার বুলিটিন বোর্ডটা দেখেই যাই, যদি কোন জুরুরী নোটিশ থাকে। একা দাঁড়িয়ে চোখ বুলাচ্ছি এমন সময় হঠাৎ একটা মেয়ে খট্ খট্ শব্দে আমার দিকে এগিয়ে এলো। খুব দ্রুত এসে আমার পেছনে দাঁড়ালো এবং ওভাবেই সেও বোর্ড দেখছিলো। যেহেতু সে আমার ঠিক পেছনে ছিলো তাই তার প্রতিটি নিঃশ্বাসের উষ্ণ বাতাস আমার ঘার এবং ডান কান আলতো ভাবে স্পর্শ করছিলো। আমি একবার পিছন ফিরে তার দিকে তাকিয়ে একটু সরে দাঁড়ালাম। তারপর সে বোর্ডের আরও কাছে চোখ নিয়ে কি যেন দেখে আগের ভঙ্গিমায় খট্ খট্ শব্দ করে গেটের বাইরে চলে গেল। আমিও ধীর পায়ে বাইরে চলে আসি এবং হাটতে হাটতে বাসের টিকিট কাউন্টারে চলে আসলাম। টিকিট কেটে বাসের জন্য অপেক্ষা করছি এমন সময় হঠাৎ দেখলাম সেই মেয়েটি আরো দু’জন বান্ধবী নিয়ে কথা বলতে বলতে আমার পাশ দিয়ে চলে যাচ্ছে। সে সময় আমার বাসটিও চলে আসে। বাসের উঠার পর জানালা দিয়ে আমি আবার তাদের দেখতে চেষ্টা করলাম। কিন্তু ততক্ষণে তারা ব্যস্তময় শহরে হাজার মানুষের ভীড়ে হারিয়ে গেছে। বাসায় ফিরে খাওয়ার পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে প্রতিদিনের ন্যায় ছাত্র পড়াতে চলে গেলাম।

রাতের আকাশটা আজ কেমন যেন ভিন্ন রকম মনে হচ্ছে। চাঁদ নেই তবে তারার মেলা আছে। যতদূর দৃষ্টি যায় ততদূর দেখতে চেষ্টা করলাম। রাস্তায় এখনও  ‍দু’একটা গাড়ি রাতের ফাঁকা রাস্তা পেয়ে খুব দ্রুত বেগে ছুটে যাচ্ছে। আমাদের বাসার প্রায় সবাই ঘুমিয়ে পড়েছে। মনে হয় আমি একাই জেগে আছি। অন্য দিন হলে আমিও ঘুমিয়ে পড়তাম। কারণ রাত জাগার অভ্যাস আমার নেই। কিন্তু আজ কেন যেন আমার চোখে ঘুম একদমই আসছেনা। তাই দক্ষিণের খোলা জানালা দিয়ে প্রকৃতির সৌন্দর্য্য অবলোকন করছিলাম। হঠাৎ আমার চোখ পাশের ফ্ল্যাটের জানালার দিকে গেল। তাকিয়ে দেখে ‍অবাক হলাম! একটা ষোড়শী সুন্দরী মেয়ে জানালার গ্রীল ধরে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার চোখ তার চোখে পড়তেই সে লজ্জায় লাল হয়ে সেখান থেকে সরে গেল। তার লজ্জামাখা মুখশ্রীটা দেখে আমি মনে মনে হাসলাম। এর আগে তাকে কখনও দেখিনি। হয়তো এখানে তারা নতুন এসেছে। তাকে দেখার পর আমার চোখে ভাসতে লাগলো সেই মেয়ের মুখছবি। অবশেষে মেয়েটির কথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়লাম খেয়াল নেই।

পরদিন সকালে দেরি করে ঘুম ভাঙ্গলো আমার, তখন ঘড়িতে সাতটা বাজে। নাস্তা করেই ভার্সিটির দিকে ছুটে গেলাম। ভার্সিটিতে পৌঁছার দশ মিনিট পর ক্লাশের ঘন্টা বাজলো। ক্লাশে বসে আছি এমন সময় হঠাৎ একটি মেয়ে আমার পাশে এসে বসলো। তারপর কয়েক মিনিটের মধ্যেই একজন ম্যাডাম ক্লাশে ঢুকলো। ম্যাডাম বয়স্ক হলেও উনাকে দেখে ত্রিশ পঁয়ত্রিশ এর মতো লাগছিলো। ইংলিশ কবি লর্ড বায়রনের লেখা কবিতা “ She walks in Beauty" এর মহিলার মতো তারকা খচিত শাড়ী পড়ে আসছিলো। সেই সাথে অন্যান্য সাজ তো ছিলোই। উনার প্রথম ক্লাশ তাই সেদিন ম্যাডাম শুধু উপদেশ বাণী শুনালেন। তিনি বললেন, “তোমাদের জন্য আমার উপদেশ হলো- যখন তোমরা কোন কাজ করতে যাবে তখন আগেই চিন্তা করে নিবে কাজটা তোমার এবং অন্যের জন্য মঙ্গল বয়ে আনবে কিনা। তেমনি কাউকে কিছু বলতে গেলে আগেই ভেবে নিবে  তোমার বাক্যবানে কারোর কোন ক্ষতি, কষ্ট বা দুঃখ পাচ্ছে কিনা। সৃষ্টিকর্তা আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন কারোর বিনাশ করতে নয় বরং অপরের মঙ্গল সাধন করতে ও সবাইকে নিজের মতো করে ভালোবাসতে। মনে রেখো- আত্নসংযম ও বিশুদ্ধতাই জীবনের পূর্ণ আনন্দ আনে। যেখানে ভালোবাসা নেই সেখানে আনন্দ থাকেনা এবং যেখানে আত্নসংযম নেই সেখানে বিশুদ্ধাতার কথা চিন্তাই করা যায়না।” প্রথম ক্লাশেই ম্যাডামের  প্রতিটা বাক্য হৃদয়ে গেথে রেখেছিলাম।

সেদিন ক্লাশেই আমি মেয়েটিকে খুব ভালো করে দেখে নিয়েছিলাম। দেখে মনে হচ্ছে সাধারণ মেয়ে নয় সে। ভাবসাব দেখে বুঝা যায় বাবার কিছু আছে। এভাবে বেশ কয়েকদিন কেটে গেলো। কিন্তু তার সাথে চোখাচোখি হলেও কথা হয়নি একবারও। একদিন টিফিন পিরিয়ডে লাইব্রেরীতে বসে বই ‍পড়ছিলাম। তখন ছোট একটি কাশির শব্দে আমার মনোযোগ স্থিতিমিত হলো। তাকিয়ে দেখে অবাক না হয়ে পারলাম না। কিছুক্ষণ মনে হয় স্তব্ধ হয়ে তার দিকে তাকিয়ে ছিলাম। আমার মন ও দৃষ্টির ঘোর ভেঙ্গে দিয়ে মেয়েটি বললো-
-আমি কি এখানে বসতে পারি? 
তারপর সে আমার সাথে বসে অনেক্ষণ গল্প করেছিলো। এভাবে প্রতিদিন আমাদের দেখা সাক্ষাৎ ও কথাবার্তা চললো। এভাবে ধীরে ধীরে আমাদের মাঝে বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠে যা শেষ পর্যন্ত ভালোবাসায় রূপ নেয়। একাধারে সে আমার খুব ভালো বন্ধু, প্রেমিকা এবং সহপাঠি। আমাদের বন্ধুত্ব এবং পড়াশুনা দুটোই খুব ভালোভাবে চলছিলো। কিন্তু একদিন লক্ষ্য করলাম সে ক্লাশে আসেনি। কোনদিন কোন অসুবিধা হলে সে আমাকে জানাত; কিন্তু সেদিন সে ফোন পর্যন্তও করেনি। আমি নিজে তাকে অনেকবার কল করেও পাইনি। আমি এতক্ষণ যার কথা বলছি তার নাম এখনো বলাই হলো না। হ্যাঁ বলছি- তার নাম মেঘলা। সেই মেঘলা পরদিনও যখন আসলো না তখন আমার অনেক চিন্তা হলো। কে যেন আমার কানে বার বার বলছিলো তোমার মেঘলা বিপদে আছে। এভাবে এক সপ্তাহ অতিবাহিত হওয়ার পর আমি সিদ্ধান্ত নিলাম মেঘলা যদি আমার সাথে প্রতারণা করে তবুও আমি তার সাথে শেষ দেখা ও কথা বলে আসবো। 

শ্রাবণের অপরাহ্ন! নীলাকাশ কালো মেঘে ঢেকে গেছে।  কিছুক্ষণ পরেই হয়তো বৃষ্টি নামবে। বৃষ্টির আগেই আমি মেঘলার বাসায় গিয়ে পৌঁছালাম। পৌঁছেই শুনতে পেলাম মেঘলা সাতদিন যাবত অসুস্থ এবং আজকে তাকে বাসায় আনা হয়েছে। তারপর ধীর পায়ে আমি মেঘলার রুমে গিয়ে ঢুকলাম। আমাকে দেখে সবাই রুম থেকে বের হয়ে গেল। তার দু’চোখ বন্ধ। কয়েকটি এলোমেলো চুল তার মুখের উপর পড়ে আছে। আমি হাল্কা স্পর্শ করে তার মুখের চুলগুলো সরিয়ে দিচ্ছিলাম। আমার হাতের মৃদু স্পর্শেই সে কেমন যেন শিহরিত হলো এবং চোখ বন্ধ করেই সে তার কোমল হাত দিয়ে আমার হাত ধরে ফেললো। তারপর চোখ খুলে এক দৃষ্টিতে আমার ‍দিকে তাকিয়ে রইলো। তার চাহনিতে এমন ছিলো যেন সে আমাকে হাজার বছর পর দেখছে। 
তখন জীবনানন্দ দাশের কবিতার দুইটি লাইন মনে পড়ে গেলো।

“বলেছে সে, এতদিন কোথায় ছিলেন?
পাখির নীড়ের মতোন চোখ তুলে নাটোরের বনলতা সেন।”

তারপর এই সাতদিনে দু’জনের দুঃখ কষ্টের কথা বলতে বলতে কখন অনেক সময় পার হয়ে গেল বুঝতে পারলাম না। যখন ঘড়িতে রাত আটটা তখন মেঘলাকে কোন মতে বুঝিয়ে আবার সকাল বেলাতেই আসব বলে চলে আসতে যাচ্ছি তখন তার দু’চোখে আবার জলে ভরে গেলো। কিছু বলার জন্য তার ঠোঁট কাঁপছে অথচ কিছু বলছেনা। তাই আমি তার চোখের জল মুছে ‍দিয়ে একটি হাত ধরে বললাম-
-মেঘলা, তুমি কি কিছু বলবে? 
-সে মাথা নেড়ে হ্যাঁ বললো। তারপর সে আমার মুখের কাছে তার ঠোঁট এনে আলতো ভাবে আমার ঠোঁটে চুমো এঁকে দিয়ে ক্ষীণস্বরে বলল-
-যতটা তোমাকে ভালোবেসেছিলাম ততখানি ভালোবাসা দিতে পারিনি তোমাকে।  ভালো থেকো। 
এটাই ছিলো আমাদের দু’জনের ভালোবাসার প্রথম এবং শেষ চুমো উপহার। শেষ বাক্যটি বলার পর সে এক দৃষ্টিতে আমার চোখের দিকে তাকিয়ে রইলো।

চোখে ঘুম নেই। শুধু প্রহর গুনছি ‍কখন ভোরের আলো ফুটবে আর আমি মেঘলার কাছে ছুটে যাবো। এমন সময় হঠাৎ আমার চোখ পাশের ফ্ল্যাটের জানালায় চলে গেলো। দেখলাম ছায়ামূর্তির মতো কে যেন আবছা আলোয় দাঁড়িয়ে আছে। পরে বুঝতে পারলাম এটা সেই ষোড়ষী মেয়েটি যাকে একবার এই এখানেই দেখেছিলাম। আজ তার সাথে চোখাচোখি হওয়ার পরেও লজ্জায় লাল হয়ে পালিয়ে যায়নি মেয়েটি। বরং আমিই সেখান থেকে চোখ ফিরিয়ে নিলাম। কারণ এখন মেঘলাকে ছাড়া আমি আর কাউকে নিয়ে ভাবতে চাইনা। অবশেষে ভোরের আলো ফুটলো। বাইরে আজ পাখিদের কিচিরমিচির শব্দ নেই। তার পরিবর্তে একটি পাখি খুব করুণ স্বরে ডাকছে। মনটাও কেমন যেন অনুভূত হলো। তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বৃষ্টি গুড়ি গুড়ি পড়ছে। তবুও আমাকে যেতেই হবে। পথে ফুলের দোকান থেকে এক গুচ্ছ রজনীগন্ধা কিনে নিলাম। আমি তা হাতে নিয়ে যতই মেঘলার বাড়ির দিকে যাচ্ছি ততই আমার মন কেমন যেন করছে। যখন সেখানে গিয়ে পৌঁছালাম তখন বুঝতে বাকি রইলো না। আমি ধীর পায়ে ‍মেঘলার রুমে প্রবেশ করলাম। তাকে খাট থেকে নামিয়ে মেঝেতে শুইয়ে রাখা হয়েছে। মেঘলাকে দেখে মনে হলো চোখ বন্ধ করে শুয়ে আছে। আমি যখন তার পায়ের কাছে দাঁড়িয়ে আছি সেই মুহূর্তে আমার মনে পড়ে গেলো, একদিন সে দুষ্টামি করে বলেছিলো।
কথাটি মনে পড়তেই আমার দু’চোখ হতে ঝর্ণা ধারার মতো জল গড়িয়ে পড়তে লাগলো। 


Thursday, April 9, 2020

হঠাৎ দেখা (ছোট গল্প)

হঠাৎ দেখা


বেশ কিছুদিন ধরে ঘরের বাইরে বের হতে পারছিনা। জুরুরী প্রয়োজন ছাড়া বাইরেও বের হতে নিষেধ আছে প্রশাসনের। তাই অলিখিত কারাবন্দি জীবন পার করছি। এছাড়াও নিজের নিরাপত্তার কথা চিন্তা করে আমরাও কেউ ঘর থেকে বের হচ্ছিনা। কারণ বিশ্বজুড়ে করোনা ভাইরাস নামক অদৃশ্য একটি শক্তি মানুষের মাঝে ত্রাস হয়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু ঔষধের জন্য আমাকে বাইরে বের হতেই হলো। হাতে ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন নিয়েই বের হলাম যদি রাস্তায় প্রশাসনের কেউ ধরে তাহলে তা দেখিয়ে এগিয়ে যেতে পারবো। মনে করেছিলাম আশে পাশের দোকান গুলো থেকেই তা পেয়ে যাবো। কিন্তু খোঁজতে খোঁজতে শহরে চলে গেলাম। সেখানে গিয়ে কয়েকটি দোকান খোঁজে পেয়েও গেলাম।


রিক্সার জন্য দাঁড়িয়ে আছি এমন সময় হঠাৎ ঠান্ডা শীতল হাতের স্পর্শ অনুভব করলাম। আমি অবাক নয়নে তাকিয়ে দেখলাম কেউ আমাকে ধরে আছে। আমি দেখলাম তার দু'চোখের কোণায় দু'ফোটা অশ্রু জমে আছে। হয়তো যে কোন সময় সেখান থেকে ঝর্ণা ধারার মতো জল গড়িয়ে পড়বে। কিছু বলবো কিন্তু ভাষা খোঁজে পাচ্ছিলাম না। আমার কিছু বুঝে উঠার আগেই সে আমাকে জড়িয়ে ধরলো। তার চোখের জলে আমার সাড়া শরীর ভীজে একাকার হয়ে গেলো। কান্না একটু থেমে যাওয়ার পর তার নাম পরিচয় জিজ্ঞেস করতেই সে আবার কান্না শুরু করে দিলো।
-কান্না জড়িত কন্ঠে সে বলতে শুরু করলো, আমি তোমাকে অনেক খোঁজেছি কিন্তু কোথাও খোঁজে পাচ্ছিলাম না। আমি অনেককে জিজ্ঞেস করেছি তুমি কোথায় থাকো? কেউ বলেছে তুমি সেখানে আছো, ওখানে আছো, আবার কেউ বলেছে তুমি কয়েক বছর ধরে এই শহরে আছো। তারপর তোমার খোঁজে প্রায় এক সপ্তাহ আগে এখানে এসেছি। কিন্তু তোমার ফোন নাম্বার, ঠিকানা কোন কিছুই আমার কাছে ছিলো না। তবে আমার বিশ্বাস ছিলো তুমি কোন কাজের জন্যে একবার হলেও এখানে আসবে। আজ আমার বিশ্বাস সত্যি হলো। আমি তোমাকে দেখতে পেলাম।

কথা শেষ করে আমি তাকে বিদায় জানাতে চাইলাম। কিন্তু সে আবার কেঁদে ফেললো। 
-কি করবো বুঝতে পারছিলাম না। তারপর সে নিজেই বললো, এই সময়ে আমি তোমাকে বিপদে ফেলতে চাইনা, আমার একটাই অনুরোধ আমি তোমার বাসার গেট পর্যন্ত যেতে চাই। আমাকে না করোনা প্লীজ!! তার ইচ্ছেটাকে পূরণ করার জন্য বাসার গেট পর্যন্ত তাকে নিয়ে আসলাম। শেষে আমিই তাকে অনুরোধ করলাম ভিতরে আসতে। কিন্তু সে ভিতরে আসতে চাইলো না। অবশেষে তাকে বাসার গেট থেকে তাকে বিদায় বলতেই হলো।
কারন..........!!!!